parbattanews

কাপ্তাই পলিটেকনিকে আবাসিক ছাত্রদের বিনামূল্যে কিটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতারণ

কাপ্তাই প্রতিনিধি:

এই প্রথম কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিউটে আবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করে কাপ্তাই উপজেলা ব্র্যাক। জানা গেছে, পলিটেকনিকের আবাসিক ছাত্র-ছাত্রীদের ৩৬৬টি মশারি বিতারণ করে ব্র্যাক।

এ সময় কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ, অনাবাসিক হোস্টেলসুপার ও মেকানিক্যাল বিভাগীয় প্রধান মাহাবুব- উল আলম এবং কাপ্তাই ব্র্যাক কর্মকর্তা আরিফুল হক উপস্থিত ছিলেন।

ব্র্যাক অফিসার বলেন, এযাবত কাপ্তাই উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ৩৭ হাজার ৬শত ৪৬ টি মশারি বিনামূল্যে বিতারণ করা হয়েছে।

Exit mobile version