parbattanews

কাপ্তাই পাহাড়ে পা পিছলে বন্যহাতি শাবকের মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি:

পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের, শুকনাছড়ি বিট এলাকায় গভীর জঙ্গল হতে পা পিছলে এক বছর বয়সী একটি বন্য হাতি শাবকের মৃত্যু হয়ছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) বিকালে শাবকের মৃতদেহ পাহাড়ের নিচে হ্রদে ভাসতে দেখে জেলেরা বন বিভাগকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে উদ্বার করে। ঘটনাস্থলে পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা তৌফিকুল ইসলাম(ডিএফও) ,সহকারী বনসংরক্ষক নুরল আমিন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিট কর্মকর্তা আব্দুল জব্বার ছুটে আসে।

বিভাগীয় কর্মকর্তা জানান, আমরা মৃত্যুর কারণ জানতে গিয়ে দেখলাম শাবকটি উচু পাহাড় হতে পা পিছলে গিয়ে মৃত্যু হয়েছে। মা হাতি শাবকটিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে যা ঘটনাস্থলে   গিয়ে দেখা যায়।

এদিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রাণী সম্পাদ ডাক্তার আনা হয়েছে পরীক্ষা নিরিক্ষ করার জন্য এবং রাত ১টা বাজে শুকনাছড়ি বিটে শাবকটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।

Exit mobile version