parbattanews

কাপ্তাই প্রজেক্ট বিউবোতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

রাঙামাটির কাপ্তাই প্রজেক্ট বিউবো হাদিটিলা আনসার ক্যাম্প এলাকায় নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

বুধবার (১৭ মে) কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউপি এলাকাধীন প্রজেক্ট এলাকার হাদি টিলা নামক সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সিরাজুল সালেহিন আকিব(২৪) নামে ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র নদীর পানিতে তলিয়ে নিখোঁজ রয়েছে।

তার পিতা সহিদুল ইসলাম বাবু ই এমডি-১ ফিটার পদে কাপ্তাই পিডিবিতে কর্মরত।

এ সময় কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীনুর রহমান মিয়া জানান, বেলা ১টার দিকে আকিব এবং তার তিন বন্ধু কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা নামক স্থান সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে হঠাৎ ঝড়ো হাওয়ার সম্মুখীন হয়। ওইসময় আকিবের তিন বন্ধু নদীর পাড়ে উঠতে পারলে আকিব নদীর পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং বিকালে কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌবাহিনীর ডুবুরীদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করবো।

শেষ খবর পাওয়া পর্যন্ত ( সন্ধ্যা ৭ টা) নিঁখোজ যুবকের কোন সন্ধানে পাওয়া যায় নাই। কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সত্যতা স্বীকার করে।

ঘটনাস্থলে প্রজেক্ট এর শত শত লোকজনসহ পরিবারের স্বজনরা এলাকায় অবস্থান করছে।

Exit mobile version