parbattanews

 কাপ্তাই বনশিল্প উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠানে চলতি অর্থ বছরে ৬৩ লাখ টাকা লাভ

BFIDC copy

কাপ্তাই প্রতিনিধিঃ

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন(বিএফআইডিসি) কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এপিসি) শাখা ২০১৫-১৬ অর্থ বছরের ৬৩ লাখ টাকা লাভ করেছে। এবং বর্তমান অবস্থা ১৫-১৬ কোটি টাকার কাজ হাতে রয়েছে।

ওই প্রতিষ্ঠানের সহ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক আহম্মেদ বলেন, শিক্ষা অধিদপ্তর, নৌবাহিনী, রাবার চিড়াই কাঠ প্রসেস সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প কাজ হাতে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, পুরাতন লাভবান প্রতিষ্ঠানের বিদ্যমান যন্ত্রাংশ অতি পুরাতন, জনবল সংকটের ফলে অগ্রগতি বাধাগ্রস্থ হচ্ছে। তবে তিনি নিরসনের চেষ্টা চালিয়ে যাবে বলেও জানান।

এদিকে শ্রমিক সভাপতি আনোয়ার হোসেন বলেন, এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি লাভবান পুরাতন প্রতিষ্ঠান। বর্তমানে দক্ষ, অভিজ্ঞ লোকবলের সংকটের ফলে অগ্রগতি বাধাগ্রস্থ হচ্ছে। বনশিল্প উন্নয়ন কর্পোরেশন কর্তৃপক্ষের দক্ষ শ্রমিক নিয়োগ প্রদান করা হলে আগামীতে আরও প্রতিষ্ঠানটি মানসম্মত ভাবে লাভবান হবে বলেও তিনি মনে করেন।

Exit mobile version