parbattanews

কাপ্তাই বন বিভাগ কর্ণফুলী নদী হতে ৯ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার

কাপ্তাই উপজেলার নদীর ওপার চাবাগানের নিচে কর্ণফুলী নদী দিয়ে বাঁশের ভেলা তৈরি করে সেগুন কাঠ পাচারের সময় বিপুল পরিমান কাঠ উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৮টায় গোপন সুত্রে খবর পেয়ে দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ দু’টি বাঁশের ভেলায় ঝুলানো রশি দিয়ে বাধা বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্বার করে।কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান, আমরা খবর পেয়ে ছুটে আসি এবং বাঁশের ভেলায় বাঁধানো ১৭৮ টুকরা ৪২৪ ঘনফুট সেগুন কাঠ উদ্বার করি।

উদ্বারকৃত কাঠের বাজরামূল্য প্রায় ৯ লক্ষ টাকা। উক্ত কাঠগুলো পাচারকারী একটি সিন্ডিকেট দল নদী পথে পাচার করার প্রস্ততি নিচ্ছিল বলে বন বিভাগ সুত্রে জানাযায়। ইতিপূর্বে বন বিভাগ গত তিন দিনে আরও ২’শ ঘনফুট কাঠ গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার করেছে বলে জানান।

Exit mobile version