parbattanews

কাপ্তাই বিআরডিবি চেয়ারম্যান শফিউল আলমের অকাল মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলার বিশিষ্ট সমাজসেবক, বিআরডিবি চেয়ারম্যান,ওয়াগ্গা বাজার চৌধুরী ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি শফিউল আলম খোকন (৫৬) মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ছয়টায় হার্টের সমস্যাজনিত করতে হঠ্যাৎ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না নিল্লাহে …..রাজেউন)।

মরহুমের অকাল মৃত্যুতে কাপ্তাই উপজেলায় শোকের ছায়া নেমে আসে। নিহত ব্যক্তি দীর্ঘ বছর যাবত কাপ্তাই শীলছড়ি এলাকায় বসবাস করার পাশাপাশি রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন সংগঠনের সাথে সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল। মৃত্যুর সংবাদ শুনে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের লোকজন বাসায় ছুটে আসে।

রাঙ্গামাটি জেলার সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালকুদার, আ’লীগের জেলা ও উপজেলা অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের বড়ছেলে ছেলে রিয়াদুল আলম রনি জানান,বাবার টাইফয়েড জনিত সমস্যার কারণে রাতে হঠ্যাৎ সমস্যা দেখা দেয় দ্রুত মেডিকেল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হার্টে ব্লক হওয়ার কারণে মৃত্যুর হয়েছে। মরহুমের পিতা আলহাজ্ব হারিছ সাবেক ইউপি চেয়ারম্যান, মৃত্যুকালে তিনি ১ ছেলে ২ মেয়ে, স্ত্রী, ভাই-বোন ও বহু আত্মীয়-স্বজন রেখে যান।

মরহুমের নামাজের জানাজা শীলছড়ি খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় সকল রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে শীলছড়ি বড় মসজিদের পাশে দাফন করা হয়।

Exit mobile version