parbattanews

কাপ্তাই বিএন স্কুলের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

Nave school

কাপ্তাই প্রতিনিধি:

বাংলাদেশ নৌবাহিনী স্কুল কাপ্তাই এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বুধবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হযেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই নৌ শহীদ মোয়াজ্জম ঘাঁটির ক্যাপ্টেন এএসএম আফজালুল হক (ট্যাজ), এনপিপি, পিএসসি, বিএন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল কমান্ডার এম রুহুল আমিন সরকার (এন) বিএন। বিশেষ অতিথি ছিলেন বিএনএফডব্লিউএ কাপ্তাই শাখার ডেপুটি চেয়ারম্যান হুমায়রা আফজাল।

প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন, আর্দশপূর্ণ ভারসাম্য শিক্ষা গ্রহণ করে আর্দশ মানুষ হতে হবে। প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিক্ষা গ্রহণ করা সম্ভব। তিনি বলেন, রাঙ্গামাটি জেলার মধ্যে কাপ্তাই বিএন স্কুল শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বানৌজা মোয়াজ্জম ঘাঁটির কর্মকর্তা কমান্ডার এম মিজানুর রহমান, কমান্ডার ফজলুল কাদের, লে. কমান্ডার শিমসন বিপ্লব দাশ, লে. কমান্ডার এম নিজাম উদ্দিন, লে. কমান্ডার ফারাবী ইবনে হোসাইনসহ অন্যন্যা নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নৌবাহিনী স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Exit mobile version