কাপ্তাই বিএসপিআই পরিদর্শন করেছে সুইডেন ও ডেনর্মাক রাষ্ট্রদূত

fec-image

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড রাষ্ট্রদূত H.E. MS. NATHALIE CHUARD এবং সুইডেনের রাষ্ট্রদূত H.E. MS. ALEXANDRA BERG CON LINDE কাপ্তাই বিএসপিআই পরির্দশন করেছে। বৃহস্পতিবার দেড়টায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) পরিদর্শন করেন।

শিক্ষা প্রতিষ্ঠানে আসার পর কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী এবং বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার রাষ্ট্রদূতদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।

পরে তাঁরা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের শ্রেণীকক্ষ ঘুরে দেখেনএবং ইনস্টিটিউটের প্রাকৃতিক সৌন্দর্য ও অবকাঠামো দেখে অধ্যক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং এ প্রতিষ্ঠান হতে পাশ করার পর শিক্ষার্থীদের সুইডেন ও সুইজারল্যান্ডের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার জন্য অধ্যক্ষকে অনুরোধ জানানো হয়। পরে প্রতিষ্ঠানের পক্ষ হতে অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার তাদের ক্রেস্ট প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন