parbattanews

কাপ্তাই রাইখালী বাজারে ভেজাল সন্দেহে লবন ও বিস্কুট জব্দ

ভেজাল সন্দেহ হওয়ায় লবন ও বিস্কুল ল্যাবে পরীক্ষা জন্য জব্দ করা হয়

কাপ্তাই উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ শনিবার (২০ জুলাই) সকাল ১০টায় রাইখালী বাজারের বিভিন্ন দোকান অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ৯/১০টি দোকানের বিভিন্ন মেয়াদউর্ত্তীণ পণ্য বা ভেজাল আছে কিনা তা পরীক্ষা-নিরিক্ষা করে দেখেন। ভেজাল সন্দেহ হওয়ার দরুন রাইখালী বাজারের অরুন ষ্টোর ও ভাই-ভাই ষ্টোর দোকান হতে এসআলম চিনি ও আল-বেনি বিস্কুটের নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাবে পাঠানো হয়েছে বলে উলে­খ করেন।

জব্দকৃত পণ্য ল্যাবে ভেজাল প্রমানিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন। স্যানেটারী ইন্সপেক্টর বলেন, প্রতিনিয়ত দোকানদারের ভেজাল পণ্য ক্রয়-বিক্রয়, স্বাস্থ্য-শিক্ষা, ধুমপানের ব্যাপারে সর্তক করা হচ্ছে।

Exit mobile version