parbattanews

কাপ্তাই রামপাহাড় বিট হতে কাঠ আটক

 

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিটের পাহাড়ের ওপর হতে গোপন সংবাদের ভিত্তিত্বে সহকারি বনসংরক্ষক নুরুল ইসলাম একটি বড় সেগুন কাঠ রাতে আটক করে।
মঙ্গলবার (৩এপ্রিল) সকালে সহকারি বনসংরক্ষক এ কথা জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে জোড়া হাতির পাহাড়ের ওপর হতে বড় একটি সেগুন গাছ কাটা অবস্থায় আমরা জব্দ করি। পরে পাশে আরো কয়েকটি সেগুনের মোথা পাওয়া যায়।

আটককৃত কাঠের পরিমান প্রায় আশি ঘনফুট যার বাজার মূল্য পাঁচ লাখ টাকা বলে জানা যায়।

তিনি আরও বলেন, উক্ত বিটের দায়িত্ব প্রাপ্তদের অনিয়মের ফলে এ ঘটনা ঘটেছে। দায়িত্ব পালনের অবহেলার জন্য অফিস নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, গাছ কাটার সাথে জড়িতদের সন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে।

 

Exit mobile version