parbattanews

কাপ্তাই লেকে বিএফডিসি ও নৌ পুলিশের অভিযান: নৌকা ও জাল জব্দ

রাঙ্গামাটি কাপ্তাই লেকে ৩ মাস মাছধরা বন্ধকালীন সময়ে অবৈধ মৎস্য শিকারীদের নিকট হতে কাপ্তাইয়ের মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও নৌ পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল ৫টায় একটি নৌকা, ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৪ হাজার মিটার সুতার জাল আটক করে।

কাপ্তাই বিএডিসি কেন্দ্রের ব্যবস্থাপক মো. মাসুদ আলম জানান, কাপ্তাই হ্রদে মৎস্য প্রজননের জন্য ১ মে হতে তিন মাস ব্যাপী মাছ আহরণ, শিকার জেলা প্রশাসকের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ বন্ধকালীন সময় কিছু অসাধু মৎস্য শিকারী নিষেধাজ্ঞা অমান্য করে লেকে মাছ ধরার সময় আমরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান করি।

তিনি আরও জনান, বন্ধকালীন সময় কেংছড়াছড়ি, কুতুবছড়ি, হরিণছড়া মুখ নামক এলাকায় সহ আরও বিভিন্ন জায়গায় অভিযান পরিচালোনা করে সম্প্রতি ১৫টি মাছ ধরার পুরাতন নৌকা, ২ হাজার মিটার কারেন্ট জাল, ১ হাজার মিটার সুতার জাল, ৪টি হুইল বড়শি ও একটি ডিপ ফ্রিজ আটক করা হয়েছে বলে উল্লেখ করেন। তবে এ অভিযান বন্ধকালীন পর্যন্ত চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Exit mobile version