কাপ্তাই শিলছড়ি বাজার ফান্ডের জায়গা অবৈধভাবে দখল

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই শিলছড়ি বাজার ফান্ডের বরাদ্দকৃর্ত জায়গা অনুমতি ব্যাতীত নিজ ইচ্ছামত অপরিকল্পিতভাবে অবৈধভাবে দখল নিয়ে বাজারের সাধারণের চলাচলের রাস্তা ও স্কুল -কলেজের শিক্ষার্থীদের পথে প্রতিবন্ধাকতা তৈরির অভিযোগ পাওয়া গেছে।

শিলছড়ি বাজার ফান্ডের জায়গায় বসবাসরত লোকজন লিখিত অভিযোগ করেন যে, এলাকার কিছু অসাধু লোকজন বাজার ফান্ডের খোলা ও খাস জায়গা দখল নিয়ে স্থাপনা তৈরি করছে। এতে করে সাধারণ লোকজনের চলাফেরা এবং কোন সময় অগ্নিকান্ড ঘটলে বড় ধরনের সমস্যার সম্মুখিন হতে হবে।

এছাড়া বাজারের পয়ঃ নিস্কাশন ড্রেনগুলোতে দখলদারদের কারণে ভাঙন দেখা দিয়েছে।

এ নিয়ে এলাকাবাসী বা বসবাসরত লোকজনের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এলাকার বসবাসরত ইউপি সদস্য মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।

শিলছড়ি বাজার ফান্ডের বাজার চৌধুরী ছিদ্দিক আহমেদর নিকট জানতে চাইলে তিনি ঘটনা স্বীকার করেন।তিনি বলেন, দখলদারদের নিষেধ করা হয়েছে তারা আমার কথা শোনেনি।এবং এ ব্যাপারে রাঙ্গামাটি বাজার ফান্ডকে অবহিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অভিয়োগকারীরা এ ব্যাপারে সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসকসহ বাজার ফান্তকে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে উল্লেখ করেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন