parbattanews

কাপ্তাই শিল্প এলাকা প্রধান সড়কের পাশে ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহণ জরুরি

রাঙামাটি কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকার প্রধান সড়কের একপাশে ব্যাপক বাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের ফলে সড়কের পাশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর পাশেই রয়েছে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্র ও সামাজিক বৈঠকখানা। যা ইতোমধ্যে একটি অংশ ভাঙ্গনের কবলে রয়েছে। ভাঙ্গনের ফলে শিক্ষা ও সামাজিক কেন্দ্রটি ছোট ছোট কোমলমতি শিশুদের নিয়ে হুমকির মুখে আছে। যেকোন মুহূর্তে কেন্দ্রটি ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কেন্দ্র শিক্ষক মো. কবির হোসেন জানান, স্থানীয় প্রশাসনের অতি দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। না হয় চলতি মৌসুমে ব্যাপক ভাঙ্গনের ফলে শিক্ষা ও সামাজিক কেন্দ্রটি হুমকির মুখে পড়বে।

বিএফআইডিসি শিল্প এলাকার প্রধান সড়কটির পাশে ভাঙ্গনটি মেরামত করা না হলে সকল ধরনের পরিবহণ বন্ধ হয়ে যেতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করছেন।

কাপ্তাই বিএফআইডিসি (এলপিসি) শাখা মহা-ব্যবস্থাপক তীর্থজিৎ রায় জানান, এটি দিন দিন ভাঙ্গনের কবলে পড়ছে। তাদের একার পক্ষে ভাঙ্গনরোধ করা সম্ভব নয়। স্থানীয় লোকাল প্রশাসন বা উন্নয়ন বোর্ড বিষয়টি ব্যবস্থা নিলে ভাঙ্গনরোধ করা সম্ভাব।

কাপ্তাই ৪নং ইউপি ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, বিষয়টি তিনি দেখে জানাবেন।

Exit mobile version