parbattanews

কাপ্তাই সেনাজোন কর্তৃক ১০ লাখ টাকার সেগুনকাঠ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই সেনাজোন ৫-আরই বাঙ্গাল হালিয়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে মাইক্যাছড়ি এলাকা ও কাকড়াছড়ি এলাকা হতে ৬ শত ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে।

বুধবার (২৩ মে) বাঙ্গাল হালিয়া ক্যাম্প কমান্ডার এমদাদুল হক ও সিএসএম সার্জেন্ট মোশাররফ হোসেন জানান, সোর্সের মাধ্যমে খবর পেয়ে ওই সকল গভীর এলাকা হতে অভিযান চালিয়ে পাচারকালিন সময় কাঠগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসময় আটককৃত সেগুন কাঠের মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে উল্লেখ করেন তিনি।

অনেকেই অভিযোগ করেন, বন বিভাগের অসাধু কিছু লোকের যোগসাজশে প্রতিনিয়ত উল্লিখিত এলাকা ছাড়াও বিভিন্ন এলাকা হতে গাছ পাচার হচ্ছে এবং সংরক্ষিত বন উজাড় হচ্ছে।

Exit mobile version