parbattanews

কাপ্তাই সেনা জোন’র উদ্যোগে প্রতিবন্ধী পরিবারকে সেলাই মেশিন প্রদান

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই সেনা জোন ৫আরই ব্যাট্যালিয়নের উদ্যোগে জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় বাঙ্গালহালিয়া ক্যাম্প শারীরিক প্রতিবন্ধী এক পরিবারকে সেলাই মেশিন প্রদান করেছে।

শনিবার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়ায় বসবাসরত প্রতিবন্ধী ইখ্যাচিং মারমা ও স্ত্রীর হাতে সেলাই মেশিন তুলে দেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. এমদাদুল হক।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ঞোমংমারমা, ওয়ারেন্ট অফিসার মো. আনিসুর রহমান, উপজেলা আ’লীগ সহ-সভাপতি পুলক বড়ুয়া, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

উখ্যাচিং মারমা ও তার স্ত্রী সেলাই মেশিন হাতে পেয়ে অনেক খুশী। তারা বলেন, সেনাবাহিনীর জনকল্যাণমুখী কার্যক্রম চোখে না দেখলেও লোকমুখে শুনেছি। আমার দু’চোখ জন্মগতভাবে অন্ধ। ভিক্ষা করে সংসার চালাই স্ত্রী মাঝে মধ্যে দিন মজুরের কাজ করে। আমার সংসারে তিন বছরের একটি শিশু কন্যা রয়েছে। এ অবস্থায় সেনাবাহিনী আমাকে সেলাই মেশিন দিয়েছে। এসময়  উখ্যাচিং মারমা সেনাবাহিনীকে ধন্যবাদ জানায়।

Exit mobile version