parbattanews

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে রেডক্রিসেন্ট’র বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা প্রদান

স্বাস্থ্য সুরক্ষা উপকরণ কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রদান করা হয়

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের আইপিসি প্রকল্প রাঙ্গামাটি পার্বত্য জেলায় বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা ইউনিট থেকে প্রেরিত বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা উপকরণ কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই ১০ শয্যা হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুব রেড ক্রিসেন্ট কাপ্তাই উপজেলার দলনেতা ওসমান গনি, জনসংযোগ এবং পরিকল্পনা বিভাগের প্রধান ফাহিম ফয়সাল সাকিব এবং যুব রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি জেলা ইউনিটের সিনিয়র যুব সদস্যদের মাধ্যমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তার নিকট এ সব স্বাস্থ্য উপকরণ হস্তান্তর করা হয়।

প্রদত্ত স্বাস্থ্য সরঞ্জামের মধ্যে রয়েছে ক্লোরিন (ব্লিচিং পাউডার), মাস্ক, হ্যান্ডগ্লাফস, পিপিই, গাম বুট, ডাস্টার, বালতি, ড্রাম, স্যানিটারি রিং, গগলস, এপ্রোন ইত্যাদি।

Exit mobile version