parbattanews

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন করোনায় আক্রান্ত

কাপ্তাই উপজেলায় গণমাধ্যম এবং সরকারি বিভিন্ন দপ্তর করোনার রিপোর্ট যার মাধ্যমে জানতো, এবার তিনিই আক্রান্ত হলেন করোনায়।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনির করোনা পজেটিভ রিপোর্ট আসে।

চট্রগ্রামের বিআইটিআইডি হতে আসা রিপোর্টে তিনি‘সহ কাপ্তাইয়ে আরো ২জনের করোনা পজেটিভ আসে।

তৎমধ্যে ৪৮ বছর বয়সী চন্দ্রঘোনা রেশম বাগানের এক নারী এবং ৪৮ বছর বয়সী কেপিএম কলাবাগানের এক পুরুষ বাসিন্দা রয়েছে বলে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।গত ৬ জুলাই তাদের নমুনা নেওয়া হয়েছিল।

করোনায় আক্রান্ত ডা. ওমর ফারুক রনি জানান, তিনি প্রতিদিন উপজেলা স্বাস্থ্য বিভাগে ডিউটি করতো এবং বিভিন্ন মাধ্যম তার কাছ থেকে করোনার রিপোর্ট সংগ্রহ করতো।

ইতোমধ্যে হাসপাতালের অনেকে করোনায় আক্রান্ত হওয়ায় তিনি তাদের সংস্পর্শে এসেছিলেন। তাই গত ৬ জুলাই তিনি নমুনা দেন। বর্তমানে তাঁর অবস্থা ভালো থাকায় তিনি তার বাড়ীতে থেকে আইসোলেশনে চিকিৎসা নিবেন।

এদিকে করোনায় আক্রান্ত অপর ২ জন তাদের বাসভবনে থেকে আইসোলেশনে চিকিৎসা নিবেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।

Exit mobile version