কাপ্তাই হ্রদের জেলেদের মধ্যে ৯টন বিজিএফ চাল বিতরণ

BGF

কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাই হ্রদের জেলেদের মাঝে রোববার বিজিএফ চাল বিতারণ করা হয়েছে। কাপ্তাই ইউপি পরিষদের আয়োজনে এবং  চেয়ারম্যান আবদুল লতিফের সভাপতিত্বে বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই নির্বাহী কর্মকর্তা এস,এম নজরুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ-কেন্দ্র শাখা ম্যানেজার হারুন উর রশিদ, মৎস্য ব্যবসয়ী সভাপতি হাজি  ফজল সওদাগার,সাধারণ সম্পাদক নবী হোসেন, সাংবাদিক কবির হোসেন, কাজী মাকসুদুর রহমান বাবুল, জেলে ননী দাশ, মৎস্য সমিতির সহসভাপতি মোস্তাক আহমেদ, ব্যবসায়ী আবুল কাশেম, লোকমান আহমেদ, সাগর চক্রবতী, তজমুল আলী, মোশাররফ হোসেন সেলিম, ইউপি সদস্য মজিবুর রহমান, সজিবুর রহমান, বাদল চাকমা, সুপ্রিয় চাকমা ও সমলেন্দ্র বিকাশ দাশ প্রমূখ। ৪৬৪জন জেলেদের মধ্যে জন প্রতি ২০কেজি করে ৯টন চাল বিতরণ করা হয়।

উল্লেখ্য ৭মে হতে কাপ্তাই  হ্রদের মাছের  প্রজননের জন্য সকল ধরনের মাছ ধরা ও শিকার জেলা প্রশাসকের পক্ষ হতে নিষেধাজ্ঞা জারি করার ফলে সরকারের পক্ষ হতে উক্ত জেলের জন্য এ বিজিএফ চাল বিতারণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন