“এ পরিকল্পিত হ্রদের ওপর নির্ভর করে প্রতি বছর সরকার তথা বিভিন্ন বেসরকারি সংস্থা কয়েক’শ কোটি টাকা অর্জন করে।”

কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্য বন্ধ

কাপ্তাই হ্রদ

কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ার দরুন নৌসহ-সকল ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ। পানি কমার সর্ব কালের রেকর্ড ছাড়িয়েছে। দেশের পরিকল্পিত হ্রদ এবার প্রায় মৃত।

মৎস্য, বিদ্যুৎ উৎপাদন, কেপিএম বাঁশ সরবরাহ, পর্যটন শিল্পসহ সকল ধরনের ওপর নির্ভর করে এ পরিকল্পিত হ্রদ ১৯৬০সনে প্রতিষ্ঠিত করে। এবং এ পরিকল্পিত হ্রদের ওপর নির্ভর করে প্রতি বছর সরকার তথা বিভিন্ন বেসরকারি সংস্থা কয়েক’শ কোটি টাকা অর্জন করে।

লেক প্রতিষ্ঠিত হওয়ার পর এ যাবত ড্রেজিং না করার ফলে প্রতিনিয়ত এর গভীরতা হ্রাস পেয়েছে। যার ফলে পানি ধারন ক্ষমতা একে বারে কমে গেছে। এবং পাশাপাশি হ্রাস পেয়েছে সকল ধরনের ব্যবসা।

পানি কমে যাওয়ার ফলে ৬টি উপজেলার সাথে নৌ যোগাযোগ একে বারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি কর্ণফুলী পেপার মিলস, সকল ধরনের বেসরকারি প্রতিষ্ঠানে বাঁশ সরবরাহ স্থবিরতা নেমে এসেছে। গত দু’মাস যাবত তেমন বৃষ্টিপাত না হওয়ার দরুন দিন, দিন হ্রদের পানি কমে যাচ্ছে।

কাপ্তাই হ্রদে বাঁশ ব্যবসায়ী কাশেম জানান, দীর্ঘ প্রায় ৪০ বছরে এভাবে পানি কমতে দেখেনি।

সাম্পান মাঝি রুবেল বলেন, সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে আমার মনে হয়।

ব্যবসার সাথে জড়িত কয়েক লাখ খেটে খাওয়া শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বেকার দিন কাটছে।

এদিকে অভিজ্ঞ মহল মনে করেন, যদি মুষলধারে বৃষ্টিপাত হয় তাহলে কাপ্তাই হ্রদের প্রাণ তথা ব্যবসায়ীদের প্রাণ ফিরে পাবে। এবং সকল ধরনের ব্যবসা ও নৌ যোগাযোগ কার্যক্রম শুরু হবে বলেও জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই হ্রদের, পানি কমে, বাণিজ্য
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন