parbattanews

কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বিপর্যয়

কাপ্তাই হ্রদের পানি হ্রাস পেয়ে বিদ্যুৎ উৎপাদন বিপর্যয় দেখা দিয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র (বিউবো) ৫টি ইউনিটের মধ্যে একটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক এ.টি এম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদের পানি দ্রুত হ্রাস পাচ্ছে। যার ফলে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। পানি হ্রাস পাওয়ার ফলে ২নং ইউনিট চালু রাখা হয়েছে। উক্ত ইউনিট হতে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। অন্য ৪টি ইউনিট পানি কম থাকায় বন্ধ রাখা হয়েছে বলে জানান।

ব্যবস্থাপক আরও জানান, বর্তমানে পানি থাকার কথা ৯৬ ফিট এম.এস. এল। কিন্তু তা হ্রাস পেয়ে পানি আছে ৮৫.৫৪ ফিট এম. এস. এল।

উল্লেখ্য ৫টি ইউনিট হতে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।

Exit mobile version