parbattanews

কাপ্তাই হ্রদে অবশেষে নৌ ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিড বোট চলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘটের ডাক নাটকীয়তার মধ্য দিয়ে প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটি জোন।

বুধবার (১০এপ্রিল) দুপুর থেকে এ ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান মো. মঈন উদ্দিন সেলিম।

গত মঙ্গলবার রাতে গণমাধ্যমকে দেওয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটি জোনের চেয়ারম্যান মো. মঈন উদ্দিন সেলিম স্বাক্ষরিত এক বিবৃতিতে কাপ্তাই হ্রদে নৌ-পথে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা করা হয়।

এরপর বুধবার সকাল ৬টা থেকে ১টা পর্যন্ত টানা ৭ ঘন্টা রাঙামাটি বিভিন্ন উপজেলায় নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শত যাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

এ ব্যাপারে রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক এস এম শফি কামাল বলেন, ধর্মঘটকারী নেতাদের সাথে কথা বলেছি। তাদের দাবির কথা শুনেছি। তাদেরকে বুঝানোর পর তারা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছি।

Exit mobile version