কাপ্তাই হ্রদে আটকাপড়া ১৭৫ পর্যটককে উদ্ধার

fec-image

রাঙামাটির কাপ্তাই হ্রদে আটকা পড়া ১৭৫ জন পর্যটককে উদ্ধার করেছে জেলা পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের নির্বাণ নগর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

আটকে পড়া পর্যটকরা সকলে চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের অনার্স ও মাস্টার্স বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দগণ।

পর্যটকরা জানিয়েছেন, শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঘাট থেকে ইঞ্জিন চালিত বোট দিয়ে তারা সুবলং এর উদ্দেশ্যে যাত্রা করে। ঘুরা শেষে রাঙামাটি শহরের উদ্দেশ্যে যাত্রা করলে ওইদিন দুপুরে পথিমধ্যে নির্বাণ নগর এলাকায় বোটটি হ্রদের চড়ে আটকে যায়। বোট চালক দীর্ঘক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হলে কলেজের এক শিক্ষার্থী ৯৯৯ নাম্বারে কল দেয়। এতে জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জাহিদুল ইসলাম বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নৌ পুলিশ, কোতয়ালী থানা পুলিশের সহায়তায় আমরা পর্যটকদের রাঙামাটিতে নিয়ে আসি। এতে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই হ্রদ, পর্যটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন