parbattanews

কাপ্তাই হ্রদে নৌকা বাইচ

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে রাঙামাটিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বিকেলে কাপ্তাই হ্রদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মোট ৪টি ইভেন্টের মধ্যে নারী-পুরুষ মিলে ৩৪টি দল অংশগ্রহণ করেছে। পুরুষ সাম্পান প্রতিযোগিতায় ১০টি দল, প্রতিটি দলে ২ জন করে, মহিলা ছোট নৌকা প্রতিযোগিতায় ১১টি দল, প্রতিটি দলে ২জন করে; পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ৯টি দল, প্রতিটি দলে ২১জন করে; এবং মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ৪টি দল, প্রতিটি দলে ১৫ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেছে।

মহিলা ছোট নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন সুপর্না ত্রিপুরার দল, ২য় স্থান অধিকার করেছেন কল্পনা ত্রিপুরার দল এবং ৩য় স্থান অধিকার করেছেন শান্তি দেবী ত্রিপুরার দল।

পুরষ সাম্পানে ১ম স্থান অধিকার করেছেন জলকান্তি ত্রিপুরার দল এবং ২য় স্থান অধিকার করেছেন জামাল উদ্দিনের দল। পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন শিরমনি ত্রিপুরার দল, ২য় স্থান অধিকার করেছেন সবিল ত্রিপুরার দল এবং ৩য় স্থান অধিকার করেছেন যুবরাজ ত্রিপুরার দল। মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন চিকনা ত্রিপুরার দল এবং ২য় স্থান অধিকার করেছেন সবিতা ত্রিপুরার দল।

পঞ্চমবারের মতো পৃষ্টপোষকতা করেছেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং সহযোগিতা করেছেন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা।

প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল বাংলাদেশের সকল অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের শান্তির দূত। আজকে তারই স্মরণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যে প্রতিযোগিতার আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার।

আলোচনা সভার পর বিজয়ী প্রতিযোগিদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন আগত অতিথিরা। এরপরই কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উৎযাপন করা হয়।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসসি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হারুন-অর-রশীদ, পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন।

Exit mobile version