parbattanews

কাপ্তাই হ্রদে নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় ‘হামুন’-এর কারণে বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোলরুম খোলা থাকবে।

ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে মঙ্গলবার সারাদিন রাঙামাটিতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

রাঙামাটি ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি মো. রমজান আলী বলেন, ‘জেলা প্রশাসন থেকে ট্যুরিস্ট বোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য সকল বোট চলাচল বন্ধ রাখা হবে।’

রাঙামাটি লঞ্চ মালিক সমবায় সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম জানান, জেলা প্রশাসনের নির্দেশে বুধবার (২৫ অক্টোবর) সকালে থেকে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

Exit mobile version