parbattanews

কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় বিদ্যুৎ উৎপাদন হ্রাস

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন হ্রাস পেয়েছে। ৪টি ইউনিটে সর্বোচ্চ উৎপাদন হচ্ছে ১৫৮ মেগাওয়াট বিদ্যুৎ ।

শনিবার (২৯ অক্টোবর) কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী এ.টি.এম আব্দুজ্জাহের জানান, দেশের পরিকল্পিত বৃহৎ হ্রদে দিন দিন পানি হ্রাস পাচ্ছে। বর্তমানে রুল কার্প অনুযায়ী কাপ্তাই লেকে পানি থাকার কথা ১০৮.৭ এমএসএল। কিন্তু পানি আছে ৯৬.৩২ এমএসএল। কাপ্তাইয়ে জল বিদ্যুৎকেন্দ্রে চলতি মৌসুমে ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। কিন্ত পানি কমে যাওয়ায় ৪টি ইউনিটে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৫৮ মেগাওয়াট। ১নং ইউনিটি যান্ত্রিক দ্রুটির ফলে বন্ধ রয়েছে। গত ২-৩ মাসে পযাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না হওয়ার ফলে হ্রদে পানি হ্রাস পাচ্ছে।এর ফলে বিদ্যুৎ উৎপাদনও কমে যাচ্ছে।

Exit mobile version