parbattanews

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বৈসাবি উৎসব শুরু

রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় তিন দিনব্যাপী বৈসাবি উৎসবের শুভ সূচনা করেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকালে স্ব-স্ব এলাকায় এসব সম্প্রদায় জলে ফুল ভাসাতে থাকে।

এদিকে সকালে জেলা শহরের গর্জনতলী এলাকায় ত্রিপুরা সম্প্রদায় কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে তাদের বৈসুক উৎসবের সূচনা করে।

ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এসময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ ত্রিপুরাসহ ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

ফুলভাসানোর পর মুরব্বীদের স্মান করানো, নতুন বস্ত্র উপহার এবং পিঠা-পুলি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। এরপর নাচে-গানে আগত অতিথিদের মাতিয়ে তোলে ত্রিপুরা সম্প্রদায়ের শিল্পীরা।

Exit mobile version