parbattanews

কাপ্তাই হ্রদে বিএফডিসি’র অভিযানে নৌকা জাল‘সহ আটক

রাঙামাটির কাপ্তাই হ্রদে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটি শাখা অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। অভিযানে নৌকা (ইঞ্জিনচালিত নৌকা), জাল এবং মাছ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে হ্রদ এলাকার বালুখালী ইউনিয়ন এবং শহরের রাজবাড়ি ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিএফডিসি সূত্রে জানানো হয়, বুধবার পরিচালিত অভিযানে দু’টি নৌকা, একটি ইঞ্জিনচালিত নৌকা, ২০০টি ছায় (মাছ ধরার জন্য এক ধরণের স্থানীয় সরঞ্জাম), ১০০ মিটার কারেন্ট জাল, ১ কেজি কাতাল মাছ এবং আড়াই কেজি তেলেপোয়া মাছ জব্দ করা হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখার ব্যবস্থাপক কমান্ডার (নৌ-বাহিনী) তৌহিদুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে অবৈধ শিকারীদের বিরুদ্ধে আমরা শুরু থেকে অভিযান অব্যাহত রেখেছি।

প্রতিদিনের ধরাবাহিক অভিযানের ন্যায় আজো অভিযান পরিচালনা করে হ্রদে অবৈধ ভাবে মাছ ধরার সময় নৌকা, জাল এবং মাছ জব্দ করেছি। তবে কাউকে আটক করা যায়নি। থানায় মৎস্য আইনে একটি মামলা দায়ের করা হবে বলে কমান্ডার যোগ করেন।

Exit mobile version