parbattanews

কাপ্তাই হ্রদে মাছ ধরার অপরাধে ২ জেলের কারাদণ্ড

কারাদণ্ড

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই হ্রদে যৌথ বাহিনী অভিযান চালিয়ে জাল, নৌকাসহ দু’জেলেকে আটক করা হয়। জানা যায়, কাপ্তাই হ্রদে মাছ প্রজননের জন্য তিন বছর ধরে একটি নির্দিষ্ঠ সময় মাছ ধরা বন্ধ থাকে। কিছু অসাধু জেলে প্রশাসনের আইকে অমান্য করে হ্রদে মাছ শিকার করায় লিপ্ত রয়েছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিত্বে যৌথবাহিনী বিজিবি উপ অধিনায়ক মেজর মাহামুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম ওমৎস্য উন্নয়ন কর্পোরেশ কাপ্তাই শাখা ম্যানেজার শামসুজ্জামন অভিযান চালিয়ে হ্রদে মাছ ধরা অবস্থায় জেলে রুবেল হোসেন (২৫) এবং লোকমান (২৪)কে ৫০টি মাছ ধরার জাল ও ৪টি নৌকাসহ আটক আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আটককৃতদের ভ্রাম্যমান আদালতে মাধ্যমে এক মাসের জন্য সশ্রমকারাদণ্ড প্রদান করে রাঙ্গামাটি জেল হাজতে সোর্পদ করা হয় বলে জানা যায়।

Exit mobile version