parbattanews

কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি:

আজ পহেলা মে থেকে কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মৎস্য শিকার ও বাজারজাতের নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা চলবে আগামী তিন মাস।

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অবৈধ মাছ শিকার বন্ধে নৌ পুলিশ হ্রদে টহলে থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য জেলার বিভিন্ন হাটবাজার তদারকি করা হবে এবং মাছ শিকারে নিষেধাজ্ঞা সময়ে রাঙ্গামাটিতে অবস্থিত বরফ কল গুলো বন্ধ থাকবে। যাতে কেউ বরফ নিয়ে মাছের মজুদ বা বাজারজাত করতে না পারে।

তিনি আরও বলেন, হ্রদে অবৈধ মৎস্য শিকারীদের শাস্তি প্রদানে মোবাইল কোর্ট প্রস্তুত রাখা হয়েছে এবং হ্রদে তিন মাস মাছ আহরণ বন্ধকালীন সময়ে নিবন্ধিত জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ চাল বিতরণ করা হবে বলেও তিনি জানান।

Exit mobile version