parbattanews

কাপ্তাই হ্রদে যৌথ অভিযানে কারেন্ট জাল ও নৌকা আটক

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই হ্রদে যৌথ অভিযানে কারেন্টজাল ও নৌকা আটক করা হয়েছে। দেশের পরিকল্পিত বৃহৎ কাপ্তাই হ্রদে রাঙ্গামাটি জেলা প্রশাসকের পক্ষ হতে ১লা মে হতে মাছের প্রজননের জন্য সকল ধরনের মাছ ধরা, আহরণ, শুকানো ও পরিবহণ বন্ধ জারি করা হয়েছে। আইনের তোয়াক্কা না করে এক শ্রেণির জেলে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে গোপনে মাছ শিকার করছে।

বুধবার ভোরে কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের নেতৃত্বে কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন মার্কেটিং অফিসার মো. জসিম উদ্দিন ও  বিজিবি নায়েক সুবেদার’র যৌথ অভিযানে ভোর ৫টায় জীবতলী এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার সময় ৪টি কারেন্টজাল ও একটি নৌকা আটক করা হয়।

নির্বাহী কর্মকর্তা বলেন, এ সময় আমাদের টের পেয়ে জেলেরা নদী সাতরিয়ে পাহাড়ি পথে পালিয়ে যায়। চারটি কারেন্টজালের মূল্য প্রায় বিশ হাজার টাকা এবং একটি নৌকা প্রায় বিশ হাজার টাকা হবে বলেও প্রাথমিক ধারণা করা হচ্ছে। নৌকাটিকে স্থানীয়ভাবে নিলামে বিক্রয় করা হবে বলে কর্মকর্তা উল্লেখ করেন।

Exit mobile version