parbattanews

কাপ্তাই হ্রদে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ জাল ও নৌকা আটক

Jaal copy

কাপ্তাই প্রতিনিধি:

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার আশদুজ্জামানের নির্দেশনায় ১৯ বিজিবি ও কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার ভোরে কাপ্তাই হ্রদের ক্রেনছড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ক্যারেন্টজাল, সুতিজাল ও তিনটি মাছধরার নৌকা আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর ব্যবস্থাপক শামসুজ্জামান, ১৯ বিজিব’র কোম্পানী কমান্ডার আবুল কাশেম, নায়েক সুবেদার অরুপ শাহা।

মৎস্য কর্মকর্তা বলেন, তিন হাজার মিটার ক্যারেন্টজাল দুই হাজার মিটার  সুতির জাল  আটক করে কাপ্তাই অফিস আনা হয়। এ সময় কাপ্তাই ১৯ বিজিব’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহামুদুল  হাসান জব্দকৃত মালামাল পরিদর্শন করেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি জেলা প্রশাসকের নির্র্দেশ মোতাবেক কাপ্তাই হ্রদে মাছের প্রজানন ও মৎস্য শিকার এবং পরিবহণ বন্ধ রাখা হয়েছে। এক শ্রেণীর জেলে এ নির্দেশ অমান্য করে হরহামেশা মাছ শিকার করায় এ অভিযান চালানো হয়।

Exit mobile version