parbattanews

কাপ্তাই হ্রদে সেপ্টেম্বর থেকে মাছ ধরতে পারবে জেলেরা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ১ সেপ্টেম্বর থেকে জেলেরা মাছ ধরতে পারবেন বলে শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙামাটি জেলার বিপণণ ব্যবস্থাপক নৌ কমান্ডার আশরাফুল ইসলাম ভুঁইয়া।

কমান্ডার বলেন, নিয়ম অনুয়ায়ী ১৯ জুলাই হ্রদে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা থাকলেও হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় এ নিষেধাজ্ঞা একমাস বাড়িয়ে ১৯ আগস্ট করা হয়েছিলো। তবে হ্রদ পানি থাকলেও কাপ জাতীয় মাছের বংশবৃদ্ধি করতে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১৩ দিন বাড়িয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ পহেলা সেপ্টেম্বর থেকে হ্রদে মাছ আহরণ করা যাবে।

রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ১৯ এপ্রিল মধ্যরাত হতে কার্যকর হয়। হ্রদে কাপ জাতীয় মাছের বংশবৃদ্ধি, পোনা অবমুক্ত করে মাছের উৎপাদন বাড়াতে এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর বর্ষা মৌসুমে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। তবে হ্রদে পানি থাকায় একমাস এবং পরবর্তীতে হ্রদে পানি থাকলেও ব্যবসায়ীদের দাবিতে মাছের বংশ বৃদ্বি করতে হ্রদে আরও ১৩ দিন মৎস্য আহরণ বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

নিউজটি ভিডিওতে দেখুন:

পহেলা সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা যাবে

Exit mobile version