parbattanews

কাপ্তাই হ্রদে স্থাপনা নির্মাণ নিষিদ্ধ

মহামান্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশনের পর নোটিশের প্রেক্ষিতে রাঙামাটির কাপ্তাই হ্রদে সকল প্রকার ভবন ও স্থাপনা নিষিদ্ধ করলো জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে কোর্টের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন কাপ্তাই হ্রদের আশপাশে অবহিতকরণ বোর্ড লাগান।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশনের পর গত ২০২২ সালের ১০ ডিসেম্বর নোটিশের প্রেক্ষিতে জেলা প্রশাসন কাপ্তাই হ্রদে সকল প্রকার ভবন এবং স্থাপনা নিষিদ্ধ ঘোষণা করলো।

ডিসি আরও বলেন, যারা হ্রদে স্থাপনা নির্মাণ করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে নির্দেশ দেন তিনি।

এসময় রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলামসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০২২ সালের ১৭ অক্টোবর কাপ্তাই হ্রদে মাটি ভরাট, স্থাপনা নির্মাণ বন্ধে নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন রাঙামাটির জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ছয় বিবাদীর বরাবরে।

Exit mobile version