কাপ্তাই হ্রদে স্পিড বোট চলার প্রতিবাদে নৌ ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিড বোট চলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটি জোন। মঙ্গলবার (১০ এপ্রিল) দিনগত রাতে সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংগঠনটির চেয়ারম্যান মঈন উদ্দীন সেলিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- রাঙামাটি হ্রদে প্রায় শতাধিক স্পিট বোট নিজেরা সময় সূচি দিয়ে যাত্রী পরিবহন করায় লঞ্চ মালিকগণ চরম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় সময় এ নিয়ে স্পিট বোট এবং লঞ্চ মালিক সমতির স্টাফদের সাথে এ নিয়ে ঝগড়া বিবাদ লেগে আছে। আর এজন্য স্পিট বোট বন্ধের দাবিতে বুধবার (১০জানুয়ারি) সকাল থেকে কাপ্তাই হ্রদে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল বলেন, আমরা এ বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সামনে বিজু এবং নববর্ষ উৎসবের সময় এ ধরণের কর্মসূচি খুবুই দুঃখজনক। তারপরও এ বিষয়টি সমাধানে কাজ করা হবে বলেও ডিসি যোগ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন