কালবৈশাখীর বৃষ্টিতে বেহাল দশা হওয়া রাস্তা মেরামত কাজে ‘নূরানী কাফেলা’ সংগঠন

fec-image

উখিয়ার পালংখালী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম রহমতের বিলের অন্যতম সামাজিক সংগঠন ‘নূরানী কাফেলা’র উদ্যোগে বৃষ্টিপাতে অত্র গ্রামের বিভিন্ন পাড়ার বেহাল অবস্থা হওয়ায় রাস্তাগুলোর মোটামটি সংস্কার করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে এই মহৎ উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে সংগঠনের সদস্যদের নিয়ে প্রাথমিকভাবে রাস্তা মেরামত, বৃষ্টির পানি প্রতিরোধ ও নিষ্কাশনের সুব্যবস্থা যতটা সম্ভব করা হয়েছে।

এছাড়া উল্লিখিত গ্রামটি নিচু হওয়ায় বর্ষাকাল ও বিভিন্ন মৌসুমে নানা প্রাকৃতিক দূর্যোগে ভোগান্তিতে পড়তে হয়। তারই ধারাবাহিকতায় কালবৈশাখীর সামান্য গুড়িগুড়ি বৃষ্টিপাতে পানি জমে ঘরবাড়িতে ঢুকে পড়েছে। এনিয়ে মানুষ মুটামুটি ভোগান্তিতে পড়েছে বলা যায়।

এদিকে বিষয়টি উপলব্ধি করে স্থানীয় সামাজিক সংগঠন ‘নূরানী কাফেলা’ এগিয়ে আসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তারা নিজেদের উদ্যোগে ছোটো-ছোটো দূর্যোগে এভাবে সহায়তা করে থাকে বলে জানান এলাকার বাসিন্দারা।

উল্লেখ্য, এই তারুণ্যের সংগঠনটি পূর্বেও এলাকায় অনেক মহৎ কাজে নিয়োজিত থেকে মানুষের উপকারে এসেছে। এছাড়াও বিভিন্ন দূর্যোগাকালীন সময়ে তাদের নাগালে পাওয়া যায় বলে জানান এলাকাবাসী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া, কালবৈশাখী ঝড়, সামাজিক সংগঠন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন