parbattanews

কালারমারছড়ায় গুলিবিদ্ধ মিজানের মৃত্যু

প্রতীকী ছবি

মহেশখালীতে মামার বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত মিজান (৩৬) চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছে। সে স্থানীয় কালারমারছড়ার মো. শাহ ঘোনা এলাকার মোস্তাক আহমদের পুত্র।

স্থানীয়রা জানান, গত রবিবার (১৩ অক্টোবর) গভীর রাতে কালারমারছড়ার ফকিরজুম পাড়ার পাহাড়ি এলাকায় সম্প্রতি সময়ে আত্মসমর্পণ করে জামিনে বেরিয়ে আসা বেশ কয়জন সন্ত্রাসী ও মোহাম্মদ শাহঘোনার রশিদ বাহিনীর ৭/৮ জনের অস্ত্রধারীরা ব্যাপক গোলাগুলি করে । এমন সময় পাহাড়ি এলাকা দিয়ে রাত ২টায় মামার বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলো মিজান। সেই মুহুর্তে সস্ত্রাসীদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হন তিনি।

পরের দিন সকালে আহত অবস্থায় তাকে প্রথমে চকরিয়া পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২দিন চিকিৎসাধিন থাকার পর আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় আহত মিজান এর মৃত্যু হয়।

নিহতের চাচা দেলোয়ার হোসেন দোয়েল জানান, তারেক ও রশিদ বাহিনীর সন্ত্রাসীদের গুলিতে আমার ভাইপুত্র মিজান মারা গেছে।  মিজান নিরহ মানুষ এলাকায় বেড়াতে গেলে সস্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

মহেশখথালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, বিষয়টি শুনেছি, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version