parbattanews

কালারমারছড়ায় জমি নিয়ে হামলা স্কুল ছাত্রসহ ৪ জন আহত

মহেশখালী উপজেলার কালারমার ছড়ায় এক খণ্ড জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্র‘সহ ৪ জন গুরুতর আহত হয়েছে।

রবিবার (১২ জুলাই) কালারমারছড়ার আধারঘোনা গ্রামে এই হামলা হয়েছে। এঘটনায় মহেশখালী থানায় এজাহার দায়ের করেছে আহতরা।

এজাহার সূত্রে জানা গেছে, আধারঘোনার স্থানীয় জসিম উদ্দিনের পুত্র আশেক উল্লাহ গংদের সাথে একই এলাকার আব্দুল আজিজের পুত্র আনিসুর রহমান আদরদের পরিবারের সাথে ৫কড়া বাড়ি ভিটার জমি নিয়ে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

এই বিরোধের জের ধরে রবিবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আশেক উল্লাহ নেতৃত্বে রিদোয়ান, আয়াত উল্লাহ, হামিদ উল্লাহ, শাহাদত উল্লাহ, হালিমা বেগম‘সহ একদল অবৈধ অস্ত্রধারী আনিসুর রহমানের বসত বাড়িতে হামলা চালায় ।

এসময় তাদের বাধাঁ দিতে এলে ঘটনাস্থলে তাদের হামলায় নারীসহ ৫জন আহত হয়। আহতরা হলেন রাজা মিয়ার পুত্র উমর ফারুক, মো. মিশুক, আব্দুল আজিজের পুত্র হাফেজ আনিসুরর রহমান আদর।

আহতদের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে ৫ থেকে ৬টি সিলাই করা হয়েছে বলে মহেশখালী হাসপাতাল সূত্রে জানা গেছে।

এঘটনায় আনিসুর রহমান বাদি হয়ে ১২ জুলাই বিকালে ৭ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করে থানায়।

এদিকে স্থানীয়দের অভিযোগ বখাটে আশেক উল্লাহ প্রায় সময় সাধারণ মানুষের উপর হামলা করে এলাকায় ত্রাস সৃষ্টি যাচ্ছে প্রায় সময়। তার অত্যাচারে এলাকার নিরহ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। তার বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ চাই এলাকাবাসী।

এবিষয়ে মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস বলেন, মারামারির বিষয়ে এজাহার পেয়েছি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version