parbattanews

কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড চন্দ্রঘোনা থানা

THANA 1

কাপ্তাই প্রতিনিধি : রাঙ্গামাটিতে মঙ্গলবার কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে চন্দ্রঘোনা থানাসহ কাপ্তাই উপজেলার বহু ঘর-বাড়ি বিধস্থ হয়েছে।

ঝড়ের তাণ্ডবে গাছের ডালপালা ভেঙ্গে গিয়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ চলাচল ব্যবস্থা বিকল হয়ে ছিল।

বিকাল ২টা হতে প্রচন্ড ঝড় বইতে শুরু করে । ঝড়ো হাওয়ার তাণ্ডবে থানার টিন উড়িয়ে নিয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ আসবাবপত্রও নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, থানাটি পাহাড়ের উপর হওয়ার দরুন ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। পাশ্ববর্তী রাইখালী রায়হান নামের এক জনের বসতবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে।

এদিকে কাপ্তাইয়ে ঝড়ের দরুন গাছের ডাল পালা ভেঙ্গে পড়ায় ছয় ঘণ্টা যাবত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। অবশেষে সন্ধ্যা সাতটায় বিদ্যুৎ আসে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় হাওয়ার ঘড়-বাড়ি ও গাছের ক্ষতি হওয়া খবর পাওয়া যায়।

Exit mobile version