parbattanews

কিশোরগঞ্জে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি জালাল উদ্দিন খাগড়াছড়িতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

কিশোরগঞ্জে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি জালাল উদ্দিন খাগড়াছড়িতে গ্রেফতার হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় শহরের মাইনী ভ্যালী এলাকা থেকে খাগড়াছড়ি সদর থানার পুলিশের সহায়তায় কিশোরগঞ্জের হুলিয়াচর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

কিশোরগঞ্জের হুলিয়াচর থানার এসআই নুর কাশেম জানান, হুলিয়াচর থানায় জালাল উদ্দিন নামে দুটি অস্ত্র, ডাকাতি,বিশেষ ক্ষমতা আইন ও ভূমি দখলসহ ৬টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে কক্সবাজারেও মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান জানান, কিলোরগঞ্জের একাধিক মামলার পলাতক আসামি জালাল দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি শহরে ভ্যান চালাতেন। সে কলেজ গেট এলাকায় জনৈক আবুল কালামের বাসায় ভাড়া থাকা অবস্থায় তার বাড়ি দখলে নিয়ে উল্টো বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করে। এ কারণে তার আচার-আচরনে সন্দেহ হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সারা দেশে বার্তা পাঠানো হলে জালাল উদ্দিনের মুখোশ উন্মোচিত হয়।

Exit mobile version