parbattanews

কীটনাশকযুক্ত মশারী ব্যবহার ও জন সচেতনতা বাড়ায় কক্সবাজারে ম্যালেরিয়ায় মৃত্যুহার কমেছে

Coxs brack 02

কক্সবাজার সংবাদদাতা:

দেশের ৬৪ জেলার মধ্যে ১৩ জেলার ৭১ উপজেলায় ম্যালেরিয়া প্রাদুর্ভাব বেশি। এর মধ্যে কক্সবাজার চার নম্বরে। কক্সবাজার সদর, রামু, উখিয়া, টেকনাফ, চকোরিয়া ও পেকুয়ায় রয়েছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। জেলার এসব উপজেলায় ২০১৩ সালে ম্যালেরিয়া রোগীর সংখ্যা ছিল ৩২৫২। তবে আশার বিষয় হলো একজনেরও মৃত্যু হয়নি। কক্সবাজারে অনুষ্ঠিত ‘জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম : বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক আলোচনায় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ দিন ধরে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মীদের নিরলসভাবে কাজ করা ও কীটনাশকযুক্ত মশারী ব্যবহারে কক্সবাজারে ম্যালেরিয়ায় মৃত্যু হার শূণ্যে নেমে এসেছে। সভায় বক্তারা বলেন, কীটনাশকযুক্ত মশারী ব্যবহার বৃদ্ধি, অপ্রয়োজনীয় ডোবা, গর্ত, নর্দমা ভরাট, বাড়ির আঙ্গিনায় ঝোপঝাড় পরিষ্কার করা হলে ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশার বংশ বিস্তার হবেনা। এতে করে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব আরো কমে আসবে। এছাড়া জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, গ্রাম পর্যায়ে বিভিন্ন নাটক প্রদর্শন সহ পত্রিকা ও টেলিভিশনে প্রচারের মাধ্যমে ম্যালেরিয়া সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।

জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচী, স্বাস্থ্য বিভাগ এবং ব্র্যাক কক্সবাজারের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন কর্মকর্তা ডা: পুচনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাকের জেলা প্রতিনিধি অজিৎ নন্দী। সভায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ জালাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম, সমাজ সেবা কক্সবাজারের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরী, মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার।

বিশিষ্ট সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় সভায় ম্যালেরিয়ার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার সদর হাসপাতালের আর.সি ডাক্তার মোস্তফা নুর আমীন । সভায় কক্সবাজারে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ’র পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version