parbattanews

কুজেন্দ্র লাল ত্রিপুরাই নৌকার উপযুক্ত মাঝি

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

খাগড়াছড়ি সদরে দাঁড়িয়ে যারা প্রার্থী বদলের জন্য মানববন্ধন করে তাদের প্রতি বছরই একই কর্মকাণ্ডে দেখা যায়।  তাদের প্রতি সতর্ক থাকতে হবে। কুজেন্দ্র লাল ত্রিপুরাই নৌকার উপযুক্ত মাঝি।

শুক্রবার(৩০ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নির্বাচনী মিশন সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক এসব কথা বলেন।

তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে পানছড়ি উপজেলা ছাত্রলীগ এখন নির্বাচনী মিশনে নেমেছে। দলের প্রতিটি নেতা-কর্মীকে সব সময় চাঙ্গা থাকতে হবে। প্রধানমন্ত্রী যাচাই-বাচাই করেই খাগড়াছড়ির মাটি ও মানুষের নেতা কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতেই নৌকার প্রতীক তুলে দিয়েছেন।

দলের সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. নাছির।

অনুষ্ঠানে অতিথিরা বলেন আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক সকল সহযোগী সংগঠন মিলে একযোগে কাজ করলেই ৩০ ডিসেম্বর নৌকার জয় নিশ্চিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা দিপন চাকমা, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জালাল হোসেন, দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক নাজমুল হোসেন, সদস্য ইমরান খান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি পারভেজ, সম্পাদক রুবেল মহাজন প্রমুখ।

আলোচনা সভা শেষে নেতা-কর্মীরা নৌকার সমর্থনে পানছড়ি বাজার এলাকার প্রধান সড়কে একটি মিছিল বের করে।

Exit mobile version