parbattanews

কুতুপালংয়ে রোহিঙ্গা নারীর হামলায় রোহিঙ্গা নারী অাহত

ঘুমধুম প্রতিনিধি:

উখিয়ায় ২ রোহিঙ্গা নারীর হামলায় আরেক রোহিঙ্গা নারী আনোয়ারা বেগম (৩০) গুরুতর আহত হয়েছে। সে কুতুপালং ই ব্লকের শেড ১১ বসবাস করা আবু তাহেরের স্ত্রী।

মঙ্গলবার (১০এপ্রিল) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার রাত ৯ টার দিকে আনোয়ারা বেগম নিজের বসতবাড়িরর শেডের বেডা ঠিক করার সময় পাশের বাড়ি মিনারা বেগমের তৈলের বোতল পড়ে যায়।

এসময় মিনারা বেগম গালি গালাজসহ দেখে নেওয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে আনোয়ারা বেগম ৮ হাজার টাকা নিয়ে দোকানে যাওয়ার পথে মিনারা বেগম (২৩) বড় বোন সানজিদা বেগম (২৬) দুলা ভাই জাহাঙ্গীর আলম লাঠি সোটা নিয়ে এলোপাতাড়ি মারধরও মাটিতে ফেলে পা দিয়ে বুকে আঘাত করে নগদ ৮ হাজার টাকা,৭ আনার ২ টি আনটি,ও গলায় থাকা ১ ভরির স্বর্ণের চেইন ছিনিয়ে নেই।

এসময় স্থানীরা আহত আনোয়ারা বেগমকে প্রথমে এম এস এফ হাসপাতালে নিয়ে গেলে রক্ত বমি করায় কর্তব্যরত ডা. উখিয়া হাসপাতালে রেফার করেন।উখিয়া হাসপাতালের কর্তব্যরত ডাঃ জানান আনোয়ারা বেগমের চোখ, কপালে,পায়ে,এবং বুকে আঘাত করার কারণে শিশুকে বুকের দুধ দেওয়া যাচ্ছে না।

এব্যাপারে জানতে চাইলে আহত আনোয়ারা বেগমের স্বামী আবু তাহের জানান,সামান্য তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষরা আমার স্ত্রীকে বেদড়ক মারধর করায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

Exit mobile version