parbattanews

কুতুপালংয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় স্কুল ছাত্র আহত

ঘুমধুম প্রতিনিধি:

মিয়ানমার জান্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের হামলায় এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে ওই হামলার ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের বালুখালীর ছড়া গ্রামের নুরুল আমিন ভুট্রোর বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্র আব্দুস শুক্কুর (১৪) প্রতিদিনের ন্যায় বন্ধুদের সাথে খেলতে বালুখালী পশ্চিম পাড়া এলাকায় যাওয়ার পথে পশ্চিম পাড়া মসজিদের সামনে পৌঁছলে বালুখালী রোহিঙ্গা বস্তির সশস্ত্র সন্ত্রাসীরা গতিরোধ করে পরিকল্পিত ভাবে লাঠিসোটা ও অস্ত্র সশস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে তাকে মাটিতে ফেলে দেয়। এসময় আহত স্কুল ছাত্রের শোর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে রোহিঙ্গা সন্ত্রাসীদের কবল থেকে তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক আহত স্কুল ছাত্র শঙ্কামুক্ত নয় বলে জানান।

এব্যাপারে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের অভিযোগ হাতে পেলে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Exit mobile version