কুতুপালংয়ে ২ রোহিঙ্গা ডাক্তার গ্রেফতার

ঘুমধুম প্রতিনিধি:

রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক অবৈধভাবে ফার্মেসী বাণিজ্যের মাধ্যমে ভূঁয়া চিকিৎসক সেজে অপচিকিৎসার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (৫ জুন) সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে ২ জন রোহিঙ্গা ডাক্তারকে গ্রেফতার করেছে।

এসময় ভ্রাম্যমান আদালত তার ওষুধের দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ঔষধ সামগ্রী জব্দ করেছে। সঙ্গে উদ্ধার করেছে একই নামের ২টি জাতীয় পরিচয় পত্র।

উপজেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক জানান, হোছন আহমদের ছেলে ডাক্তার জয়নাল (৪৫) ও মোহাম্মদ আলীর ছেলে ডাক্তার জাহেদ আলম (৩২) দীর্ঘদিন ধরে বিভিন্ন ডাক্তারের পদবী ব্যবহার করে অপচিকিৎসা চালিয়ে আসছিল। তাদের দোকানে তল্লাশী চালিয়ে ১৯৭২ সালের একটি ও ১৯৮০ সালের একটি সহ ২টি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে।

এসব অপরাধে দোষী সাব্যস্ত করে ডাক্তার জয়নালকে ৬ মাস ও ডাক্তার জাহেদ আলমকে ৪ মাস সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানায় পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন