parbattanews

কুতুব‌দিয়ায় মাছ বাজা‌রে প্রতারণা ব‌ন্ধে বি‌শেষ নি‌ষেধাজ্ঞা

কক্সবাজারের কুতুব‌দিয়া ধুরুং বাজা‌রে মা‌ছ বি‌ক্রেতা‌দের প্রতারণা ব‌ন্ধে বি‌শেষ নি‌ষেধাজ্ঞা দেয়া হ‌য়ে‌ছে।  মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ‌্যায় বাজার ব‌্যবস্থাপনা ক‌মি‌টির সদস‌্যরা ম‌নিট‌রিং এ না‌মেন ।

বাজার ব‌্যবস্থাপনা ক‌মি‌টির সাধারণ সম্পাদক মিজবাহুল আলম সিকদার জানান, মা‌ছের বাজা‌রে ব‌্যবসা‌য়ীরা বা‌ল্ব এর সা‌থে রঙ্গীন প‌লি‌থিন পেঁ‌চি‌য়ে মা‌ছের কৃ‌ত্রিম রং দে‌খি‌য়ে ক্রেতা‌দের ঠ‌কি‌য়ে ব‌্যবসা ক‌রে আস‌ছে।

এছাড়া প্রতিটা মা‌ছের দোকা‌নের পেছ‌নে মাছ তরতাজা দেখা‌তে ইউ‌রিয়া সার ও ফরমা‌লিন মি‌শ্রিত ড্রা‌মে পা‌নি রাখা হয়।  মূলত: এগু‌লো ক্রেতা‌দের সা‌থে এক ধর‌ণে‌র প্রতারণা। রমযান মাস উপল‌ক্ষে এ ধর‌ণের প্রতারণা ব‌ন্ধে বি‌শেষ নি‌র্দেশ দেয়া হয়।

এসময় ব‌্যবস্থাপনা ক‌মি‌টির সদস‌্য মোহাম্মদ হোছাইন, আবুল কালাম আযাদ সহ বাজা‌রের নিরাপত্তাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

Exit mobile version