কুতুবদিয়ায় রিকশা উল্টে শিশু নিহত


কুতুবদিয়া রিকশার সঙ্গে খেলতে গিয়ে সাবিত নামের এক শিশু (৫) মারা গেছে। বুধবার(১ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের পাশে দূর্ঘটনার শিকার হয় শিশুটি।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি’কে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর পিতা স্থানীয় আজিম উদ্দিন সিকদার জানান, বুধবার দুপুর ১টার দিকে পরিষদের সামনে রিকশা থামিয়ে চালক বাড়ি যান। এই ফাঁকে সাবিত রিক্সায় খেলতে উঠলে রিক্সাটি পাশের খাদে উল্টে যায়। আহত অবস্থায় শিশুটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে জানান।
থানার ওসি মো: আরমান হোসেন বলেন, রাস্তায় থামানো রিকশায় খেলা করতে উঠলে রিক্সাটি গাছের সাথে ধাক্কায় উল্টে গিয়ে আহত হয়ে শিশুটি মারা যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার ও অভিভাবকসহ বিষয়টি মীমাংসা করছেন বলে জানান তিনি।