parbattanews

কুতুবদিয়ায় সাগরে ভাসমান ৫ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

কুতুবদিয়ার ৫ জেলেকে লাইটার জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ফিশিং বোটের ৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার ( ১৫ জুলাই) ভোর রাতে কুতুবদিয়ার অদূরে অজ্ঞাত লাইটার জাহাজের ধাক্কায় ডুবে যায় ওই ছোট ট্রলারটি।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকায় ছোট ফিশিং বোট নিয়ে দক্ষিণ ধুরুং পশ্চিম আলী ফকির ডেইল গ্রামের মছির উল্লাহর মালিকানাধীন তার দুই ছেলেসহ ৫ মাঝি-মাল্লা শুক্রবার ভোর রাতে প্রায় ৩ কিলোমিটার সাগর পানে যায়। ভোর ৪টার দিকে অজ্ঞাত একটি লাইটার জাহাজ ফিশিংবোটকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এসময় বোট হারিয়ে ৫ জেলে সাগরে ভাসতে থাকে। টহলরত একটি নৌবাহিনীর জাহাজ প্রায় সাড়ে ৪টার দিকে জেলেদের উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধাকৃত জেলেরা হলো দক্ষিণ ধুরুং ইউনিয়নের পশ্চিম আলী ফকির ডেইল গ্রামের ওমর ফারুক, একই এলাকার মহিউদ্দিন আছাদ, মো. সায়েম, মো. রমিজ ও ছৈয়দ নুর।

তাদেরকে প্রাথমিক চিকিৎসাসহ খাবার-পানীয় সরবরাহ দিয়ে পতেঙ্গা আরআরবিতে জেলেদের আত্মীয়দের কাছে হস্তান্তর করে নৌবাহিনী।

পশ্চিম আলী ফকির ডেইল গ্রামের বাসিন্দা বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া শাখার সাধারণ সম্পাদক আবু আক্কাছ ইশতিয়াক জানান, দীর্ঘদিন জেলেরা সাগরে যেতে পারছেনা বিধায় ফিশিংবোট সৈকতের কিছুটা বাহিরে টং জাল নিয়ে মাছ ধরতে গিয়ে লাইটার জাহাজের ধাক্কার কবলে পড়ে বোট, জাল, সর্বস্ব হারিয়েছে দরিদ্র জেলে পরিবারটি। অনেক খোঁজ করেও বোটের সন্ধান মেলেনি বলে জানান তিনি।

Exit mobile version