parbattanews

কুতুবদিয়ার অদূরে ২ ক্লিংকার জাহাজ ডুবি: ১০ নাবিক উদ্ধার

কুতুবদিয়ার অদূরে গভীর সাগরে মালবাহি দু‘টি ক্লিংকার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগস্ট) দুপুরে জাহাজ ডুবির ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। নৌবাহিনীর উদ্ধার কাজে ১০ নাবিক উদ্ধার হয়েছে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে কুতুবদিয়া দ্বীপের অদূরে ১০ কিলোমিটার গভীরে এমভি টিটো-১৮ ও এমভি টিটো-১৯ নামের দু‘টি ক্লিংকারবাহী মাদার ব্যাসল ঝড়ের কবলে পড়ে নোঙর করা অবস্থায় ডুবে যায়।

এসময় সাগরে অপারেশন প্রতিরোধে থাকাকালীন বানৌজা দূর্জয় অভিযান চালিয়ে ১০ জন নাবিক জীবিত উদ্ধার করে। এছাড়া চট্টগ্রাম হতে বানৌজা সুরভী, বানৌজা শৈবাল ও সিভিএস শ্যামল বাংলা-কে উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ৪টি জাহাজ উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বলে সূত্রটি জানায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, গভীর সাগরে জাহাজ ডুবির বিষয়ে নৌবাহিনীর পক্ষ থেকে অবহিত করা হয়নি। অনেকেই এব্যাপারে জানতে চাইলেও তিনি বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারেননি বলে জানান।

Exit mobile version