parbattanews

কুতুবদিয়ায় অটিজম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

OTIJOM copy

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কুতুবদিয়া হাই স্কুল হল রুমে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ আয়োজিত কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। কর্মশালায় মাষ্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যাপক গোলাম মোস্তফা।

এ ছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(ভার প্রাপ্ত) ডা. মো. জায়নুল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রজব আলী, ধূরুং ছমদিয়া আলীম মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ আবু মুছা, কুতুবদিয়া হাই স্কুল প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, কুতুবদিয়া প্রেসক্লাব সেক্রেটারি হাছান কুতুবী, ইউপি সদস্য মাহবুব আলম প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, অটিজম শিশু-অভিভাবক, গন্যমান্য ব্যক্তিগণ অংশ গ্রহণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্মশালাটি বাস্তবায়নে দায়িত্ব পালন করেন।

Exit mobile version