parbattanews

কুতুবদিয়ায় আবারও করোনার হানা

কুতুবদিয়ায় আবারও একজনের দেহে করোনার সন্ধান মিলেছে। উত্তর ধুরুং বাঁকখালী গ্রামের মো. বাবুল (৩২) নামের এক ব্যক্তির পজিটিভ রিপোর্ট আসে সোমবার (২৫ মে)।

থানার এসআই মো. জয়নাল আবেদীন জানান, দ্বীপের বাহির থেকে আসা ১০ জন উত্তর ধুরুং বাঁকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তাদের মধ্যে কয়েক জনের নমুনা পরীক্ষার জন্য পাঠায় মেডিকেল টিম। সেখানে মো. বাবুল নামের এক জনের রিপোর্ট পজিটিভ মেলে। তবে এরা ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হবার একদিন আগেই স্থানীয় জনপ্রতিনিধিদের আবদারে কোন মেডিকেল টিমের পরামর্শ ছাড়াই বাড়ি ফেরে। ফলে কোয়ারেন্টিনে এক সাথে থাকা ১০ জন সহ সংস্পর্শে আশা ব্যক্তিরা ঝুঁকির মধ্যে পড়েছে।

স্বাস্থ্য বিভাগের করোনা প্রতিরোধ কমিটির প্রধান ডা. মো. জায়নুল আবেদীন জানান, তারা কোয়ারেন্টিনে থাকা উপসর্গের মিল থাকায় গত ১৮ মে কয়েক জনের নমুনা সংগ্রহ করে পাঠান কক্সবাজার ল্যাবে। এক সপ্তাহ পর সোমবার(২৫ মে) মো. বাবুল নামের এক জনের রিপোর্ট পজিটিভ আসে। তবে তার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রায় শেষ পর্যায়ে ছিল। রিপোর্ট দেরীতে আসায় অনেকেই ঝুঁকিতে পড়বে। এ বিষয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, মেডিকেল টিম প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান তিনি।

Exit mobile version